ওয়েব সাইটের বাউন্স রেট কমানোর উপায় কি? - Bestearnidea.com

Tuesday, November 28, 2017

ওয়েব সাইটের বাউন্স রেট কমানোর উপায় কি?

ওয়েব সাইটের বাউন্স রেট কমানোর উপায় কি?


বাউন্সরেট মূলত পেজ ভিউ এর বিপরীত মেট্রিক্স। সুতরাং বাউন্সরেট হচ্ছে % (হার) যে পরিমাণ ট্রাফিফ শুধু মাত্র
সিংগেল পেজ পড়েই  বাউন্স (Bounce) করে চলে যায়। বাউন্স রেট স্বাভাবিক তখনি যখন এটা কম থাকে যা সার্চ ইঞ্জিনের জন্যও ব্যাটার।


বাউন্সরেট ক্যালকুলেশন

বাউন্সরেট ক্যালকুলেশনের অপশনটি হচ্ছে



বাউন্সরেট= ১ পেজ পড়েই বের হয়ে যায় তার সংখ্যা/মোট ভিজিট * ১০০
ধরুন আপনার সাইটে প্রতি মাসে মোট 20,000 ভিজিটর আসে। আর এর মধ্যে 10,000 ভিজিটর যদি প্রথম পেজ পড়েই সাইট থেকে বের হয়ে যায়।
তবে আপনার সাইটের বাউন্সরেট ক্যালকুলেশন হবে এভাবে 10,000/20,000*100=50%।
সুতরাং আপনার সাইটের বাউন্সরেট হচ্ছে 50%।
এখানে মনে রাখা জরুরি যে, লোয়ার বাউন্স রেট= আপনার সাইট ভালো পার্ফোমেন্স করছে।
আর হায়ার বাউন্স রেট=আপনার সাইট থেকে দ্রুত ট্রাফিক চলে যাচ্ছে যা আপনার সাইটের জন্য কখনোই কাম্য নয়।
এজন্য হয়তো আপনাকে চরমমূল্য দিতে হতে পারে, সার্পে পজিশনও হারাবেন এক সময়।

ওয়েব সাইটের লোড কমানোর উপায়


নিচে Google Analytics এ এভারেজ স্টান্ডার্ড বাউন্সরেট এর পরিসংখ্যান দেখান হল::

full post......


জীবনপাতা ওয়েব সাইট থেকে আমার তিতীয় পোমন্ট।


শীতে ত্বকের যত্নে ভ্যাসলিনের ব্যবহার


মহিলাদের স্তন ক্যান্সারের প্রতিরোধ


রেস্তরাঁর খাবার কতটুকু স্বাস্থ্য ঝুঁকি পূর্ণ


কি ভাবে বুঝবেন আপনার প্রেমিক আপনার সাথে কি শারীরিক সম্পর্কে আগ্রহী কি না।


ওয়ার্ডপ্রেস কি? এর সুবিধা কি? এবং এর ভবিষ্যৎ কি?

ওয়ার্ডপ্রেস পোষ্ট রিভিশন বন্ধ করুন।