সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? - Bestearnidea.com

Sunday, January 7, 2018

সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?

১। সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?
উত্তর: টাইটান।
২। নদীর কোন পর্যায়ে সঞ্চয় কার্য বেশি হয়?
উত্তর: বার্ধক্য।
৩। পৃথিবীর বহিরাবরণকে কী বলে?
উত্তর: ভূ-ত্বক।
৪। হযরত শাহ্‌ মখদুম (রা)-এর মাজার কোথায় অবস্থিত?
উত্তর: রাজশাহী।
৫। অপরাধ সনাক্তকরণে কোনটি পরীক্ষা করা হয়?
উত্তর: DNA ।
৬। জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে?
উত্তর: নীল ও সাদা।
৭। শহীদ জোহা দিবস কোনটি?
উত্তর: ১৮ ফেব্রুয়ারি।
৮। পোর্টরিকা খাত অবস্থিত কোন মহাসাগরে?
উত্তর: আটলান্টিক।
৯। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য-এর নাম কী?
উত্তর: ড. ফারজানা ইসলাম (জাবি)।
১০। সংকর ক্রান্তীয় ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম অস্ট্রেলিয়ায় কি নামে পরিচিত?
উত্তর: উইলি উইলি।

No comments: