এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসাববিজ্ঞান প্রথম পত্র - Bestearnidea.com

Sunday, January 7, 2018

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসাববিজ্ঞান প্রথম পত্র

প্রিয় পরীক্ষার্থী, আজ তোমাদের জন্য হিসাববিজ্ঞান প্রথম পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো।


বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১৯। IAS এর পূর্ণরূপ কী?

ক. International Accounting Standard
খ. International Accounting Standards
গ.Internationale Accounting Standards
ঘ.InternationallyAccounting Standards
সঠিক উত্তর: খ. International Accounting Standards


২০। কোন ধারণা অনুসারে মূলধন একটি প্রতিষ্ঠানের জন্য দায়?
ক. রক্ষণশীলতার সীমাবদ্ধতা
খ. হিসাবসত্তা ধারণা
গ. হিসাব কাল ধারণা
ঘ. ঐতিহাসিক ব্যয় নীতি
সঠিক উত্তর: খ. হিসাবসত্তা ধারণা

২১। Worksheet হতে পারে-
i. ৮ কলামবিশিষ্ট
ii. ১০ কলামবিশিষ্ট
iii. ১২ কলামবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii 
গ. ii ও ii ঘ. ii ও iii
সঠিক উত্তর: ঘ. ii ও iii

২২। অগ্রিম প্রদত্ত খরচের ক্ষেত্রে খরচ পদ্ধতি অনুসরণ করা হলে, মূল দাখিলায়-
ক. সম্পূর্ণ টাকাকে খরচ হিসাবে দেখানো হয়ে থাকে


খ. সম্পূর্ণ টাকাকে আয় হিসাবে 
দেখানো হয়ে থাকে
গ. সম্পূর্ণ টাকাকে দায় হিসাবে 
দেখানো হয়ে থাকে
ঘ. সম্পূর্ণ টাকাকে সম্পত্তি হিসাবে দেখানো হয়ে থাকে
সঠিক উত্তর: ক.সম্পূর্ণ টাকাকে খরচ হিসাবে দেখানো হয়ে থাকে

২৩। প্রত্যেক হিসাবকাল শেষে কোন ধরনের হিসাব বন্ধ করে দিতে হয়?
ক. ব্যক্তিবাচক হিসাব
খ. নামিক হিসাব
গ. সম্পত্তিবাচক
ঘ. নামিক ও সম্পত্তি বাচক হিসাব
সঠিক উত্তর: খ. নামিক হিসাব

২৪। অবচয়যোগ্য মূল্য বলতে কী বোঝায়?
ক. ক্রয়মূল্য-ভগ্নাবশেষ মূল্য- অবচয়
খ. ক্রয়মূল্য-অবচয়
গ. মোট ক্রয়মূল্য-ভগ্নাবশেষ মূল্য
ঘ. আদায়মূল্য-ভগ্নাবশেষ মূল্য
সঠিক উত্তর: গ. মোট ক্রয়মূল্য-ভগ্নাবশেষ মূল্য

নিচের উদ্দীপকটি পড় এবং ২৫-২৬ নাম্বার প্রশ্নের উত্তর দাও :
শাহিন অ্যান্ড কোং ১ এপ্রিল, ২০১৩ তারিখ ব্যবসায় আরম্ভ করে। এপ্রিল ৩০ তারিখ সমন্বয়ের পূর্বে কতিপয় নির্বাচিত খতিয়ান হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ :
সমন্বয়-সংক্রান্ত তথ্যাবলি : 
১. এপ্রিল ১ হতে ২ বছর মেয়াদের জন্য বীমা খরচ প্রদত্ত হয়েছে।
২. অনর্জিত আয়ের ২২,০০০ টাকা এখনো অনর্জিত রয়েছে।
৩. সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি ১৫,০০০ টাকা।

২৫। হিসাবকাল শেষে সেবা আয়ের পরিমাণ কত টাকা হবে?
ক. ৮৯,০০০ খ. ৯৪,০০০
গ. ১,০৯,০০০ ঘ. ১,১১,০০০
সঠিক উত্তর: গ. ১,০৯,০০০ 

২৬। শাহীন অ্যান্ড কোং-এর আর্থিক বিবরণীতে বীমা খরচ ও সেবা আয় সমন্বয় করার মাধ্যমে প্রয়োগ দেখানো হয়-
i. রক্ষণশীলতার নীতির
ii. সময়কাল ধারণার
iii. আয়-ব্যয় সংযোগ নীতির
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: খ. ii ও iii

২৭। উৎপাদন একক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সময় কোনটি বিবেচিত হয় না?
ক. ক্রয় মূল্য খ. এককপ্রতি অবচয়
গ. ভগ্নাবশেষ মূল্য ঘ. অবচয় হার
সঠিক উত্তর: ঘ. অবচয় হার



২৮। আর্থিক বিবরণীর মাধ্যমে সম্ভব হয়-
র. ব্যবস্থাপনার দক্ষতা মূল্যায়ন
রর. অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ
ররর. সার্বিক অবস্থা মূল্যায়ন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র,রর ও ররর
সঠিক উত্তর: ঘ. র,রর ও ররর

২৯। কমিশন বাদ দেওয়ার পূর্বে একটি ফার্মের নিট মুনাফা হয় ৩৫,০০০ টাকা। উক্ত মুনাফার ওপর ২% হারে কমিশন পাবে। কমিশন কত?
ক. ৭৮৬ খ. ৬৮৬
গ. ৭০০ ঘ. ৬৮৮
সঠিক উত্তর: গ. ৭০০ 

৩০। মালিক প্রতি ৩ মাস পরপর ১,৫০০ টাকা উত্তোলন করলে ১০% হারে উত্তোলনের সুদ কত হবে?
ক. ২২৫ টাকা খ. ২৫০ টাকা
গ. ২৭৫ টাকা ঘ. ৩২৫ টাকা
সঠিক উত্তর: ক. ২২৫ টাকা

৩১। প্রদেয় হিসাব তৈরি করে প্রথমত কিসের পরিমাণ জানা যায়?
ক. ধারে বিক্রয় খ. ধারে ক্রয়
গ. প্রদেয় নোট ঘ. উত্তোলন
সঠিক উত্তর: খ. ধারে ক্রয়

৩২। একটি হিসাবের জের ১০৯ টাকা রেওয়ামিলের ভুল পাশ্র্বে বসানো আছে। অন্য সব কিছু ঠিক থাকলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য হবে-
ক. ১৮ টাকা খ. ৫৪ টাকা
গ. ১০৯ টাকা ঘ. ২১৮ টাকা
সঠিক উত্তর: ঘ. ২১৮ টাকা

৩৩। একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করা হয়-
র. সম্পদবাচক হিসাব
রর. ব্যক্তিবাচক হিসাব
ররর. নগদান বই
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর 

৩৪। কোন হিসাবটি একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করা হয় না?
ক. দেনাদার খ. পাওনাদার
গ. নগদান ঘ. নামিক
সঠিক উত্তর: ঘ. নামিক

৩৫। কোন পদ্ধতিটি যানবাহনের ওপর অবচয় নির্ণয়ের ক্ষেত্রে উপযোগী?
ক. মাইল হার খ. সরলরৈখিক
গ. ক্রমহ্রাসমান জের ঘ. বর্ষসংখ্যা
সঠিক উত্তর: ক. মাইল হার 

৩৬। বইমূল্য বলতে কী বোঝায়?
ক. ক্রয়মূল্য-ভগ্নাবশেষ মূল্য
খ. ক্রয়মূল্য-আনুষঙ্গিক খরচ
গ. ক্রয়মূল্য-অবচয়
ঘ. ক্রয়মূল্য-পুঞ্জীভূত অবচয়
সঠিক উত্তর: ঘ. ক্রয়মূল্য-পুঞ্জীভূত অবচয়


৩৭। অবচয়ের কারণে ব্যবসায় প্রতিষ্ঠানের-
র. সম্পদ বৃদ্ধি পায়
রর. ব্যয় বৃদ্ধি পায়
ররর. বিপরীত সম্পদ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর: গ. রর ও ররর 

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৮-৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব আলী এ বছর বিকম পাস করেন। তাঁর আর্থিক অবস্থা ভালো না হওয়ায় পড়ার পাশাপাশি মুদি দোকান পরিচালনা করেন। মূলধন কম থাকায় প্রতিদিন মাল ক্রয় করেন। এতে যাতায়াত বাবদ ৬০ টাকা ব্যয় হয়। ক্রেতাকে আকৃষ্ট করার জন্য দোকানে একটা টেলিভিশন আছে, যার মূল্য ১২,০০০ টাকা। বিদ্যুৎ বিল পরিশোধ করা হয় ৩০০ টাকা।

৩৮। ক্রেতাকে আকৃষ্ট করানোর জন্য টেলিভিশন ক্রয় কোন জাতীয় খরচ-
ক. মুনাফা জাতীয়
খ. মূলধন জাতীয়
গ. বিলম্বিত মুনাফা জাতীয়
ঘ. মূলধনায়িত ব্যয়
সঠিক উত্তর: খ. মূলধন জাতীয় 

৩৯। টেলিভিশন ক্রয় সম্পর্কে নিচের কোনটি সঠিক?
ক. এটা বিক্রয়ের প্রসার ঘটানোর কৌশল
খ. আধুনিক প্রযুক্তির ব্যবহার
গ. সম্মান বৃদ্ধির কৌশল
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: ক. এটা বিক্রয়ের প্রসার ঘটানোর কৌশল 

৪০। হিসাবচক্রের বাধ্যতামূলক কাজ-
র. জাবেদাভুক্তকরণ
রর. খতিয়ানভুক্তকরণ
ররর. বিপরীত দাখিলা প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর
গ. রর ও ররর ঘ. র,রর ও ররর
সঠিক উত্তর: ক. র 
////////////////////
///////////////////


উত্তরগুলো মিলিয়ে নাও

১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. ক ,৭. খ ৮. খ ৯. ক ১০. খ ১১. গ,১২. খ ১৩. ঘ ১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. খ ২১. ঘ ২২. ক ২৩. খ ২৪. গ ২৫. গ ২৬. খ ২৭. ঘ ২৮. ঘ ২৯. গ ৩০. ক ৩১. খ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. ক ৩৬. ঘ ৩৭. গ ৩৮. খ ৩৯. ক ৪০. ক 


//////প্রুফ ওকে ০৬-০২-১৭/////
/////////////////////////////////////






এইচএসসি মডেল টেস্ট : হিসাববিজ্ঞান প্রথম পত্র
বহু নির্বাচনী প্রশ্ন

মো. হানিফ চৌধুরী প্রভাষক ন্যাশনাল আইডিয়াল কলেজ খিলগাঁও, ঢাকা 

৭ এপ্রিল, ২০১৬ ০০:০০
৫১
শেয?ার
মন্তব্য()
প্রিন্ট


এইচএসসি মডেল টেস্ট : হিসাববিজ্ঞান প্রথম পত্র

অ- অ অ+

১। ব্যবসায়ের হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী্ত

র. পাওনাদার

র র. ব্যবস্থাপক

র র র. বিনিয়োগকারী

নিচের কোনটি সঠিক?

ক. র

খ. র ও র র

গ. র ও র র র

ঘ. র র ও র র র

২। একটি সম্পত্তি বৃদ্ধি পায় ও অন্য একটি সম্পত্তি হ্রাস পায়্ত

র. নগদে সম্পত্তি ক্রয় করা হলে

র র. নগদে পণ্য বিক্রয় করা হলে

র র র. নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলে

নিচের কোনটি সঠিক?

ক. র ও র র 

খ. র ও র র র

গ. র র ও র র র 

ঘ. র, র র ও র র র

৩। ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী্ত

র. মালিক

র র. ব্যবস্থাপক

র র র. আয়কর কর্তৃপক্ষ

নিচের কোনটি সঠিক?

ক. র ও র র

খ. র ও র র র

গ. র র ও র র র

ঘ. র, র র ও র র র

৪। হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য্ত

র. আর্থিক ফলাফল নির্ণয়

র র. আর্থিক অবস্থা নিরূপণ

র র র. মুনাফা বৃদ্ধিকরণ

নিচের কোনটি সঠিক?

ক. র র

খ. র ও র র

গ. র ও র র র 

ঘ. র র ও র র র

৫। ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব রাখার সুবিধা হলো্ত

র. ব্যয় নিয়ন্ত্রণ

র র. জালিয়াতি ও চুরি প্রতিরোধ

র র র. ব্যবসায় পরিচালনায় সহায়তা

নিচের কোনটি সঠিক?

ক. র ও র র

খ. র ও র র র

গ. র র ও র র র 

ঘ. র, র র ও র র র

৬। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী্ত

র. বিনিয়োগকারী

র র. ব্যবস্থাপক

র র র. হিসাব কর্মকর্তা

নিচের কোনটি সঠিক?

ক. র ও র র

খ. র ও র র র

গ. র র ও র র র

ঘ. র, র র ও র র র

৭। হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত্ত

র. লেনদেন লিপিবদ্ধকরণ

র র. লেনদেন সংক্ষিপ্তকরণ

র র র. লেনদেন শ্রেণিবদ্ধকরণ

নিচের কোনটি সঠিক?

ক. র ও র র 

খ. র ও র র র

গ. র র ও র র র 

ঘ. র, র র ও র র র

৮। ঘটনা সম্পর্কে যে বিষয়টি সামঞ্জস্যপূর্ণ তা হলো্ত

র. ঘটনা আর্থিক হতে পারে

র র. ঘটনা অনার্থিক হতে পারে

র র র. ঘটনা লেনদেন হতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. র ও র র 

খ. র ও র র র

গ. র ও র র র 

ঘ. র, র র ও র র র

৯। ব্যক্তিবাচক হিসাব করতে হলে নামিক হিসাবের শিরোনামের সঙ্গে যুক্ত হব্তে

র. অগ্রিম

র র. বকেয়া

র র র. প্রাপ্য

নিচের কোনটি সঠিক?

ক. র ও র র 

খ. র ও র র র

গ. র র ও র র র 

ঘ. র, র র ও র র র

১০। মূল্যবোধ সৃষ্টিতে হিসাববিজ্ঞানের সহায়তায়্ত

র. সততা ও দায়িত্ববোধের সৃষ্টি হয়

র র. ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি হয়

র র র. সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও র র 

খ. র ও র র র

গ. র র ও র র র 

ঘ. র, র র ও র র র

১১। লিপিবদ্ধকরণ পদ্ধতি একটি্ত

ক. রিপোর্টিং পদ্ধতি খ. মিশ্র দাখিলা পদ্ধতি

গ. দুই তরফা দাখিলা পদ্ধতি 

ঘ. একতরফা দাখিলা পদ্ধতি

১২। দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল উত্পাদন হয়্ত

ক. প্রতিটি ঘটনায় 

খ. প্রতিটি লেনদেনে

গ. প্রতিটি হিসাবে 

ঘ. কোনোটি নয়

১৩। হিসাবরক্ষণের প্রচলিত বিশেষ ব্যবস্থাটি হলো্ত

ক. বিকল্প হিসাব পদ্ধতি 

খ. মিশ্র হিসাব পদ্ধতি

গ. দুই তরফা দাখিলা পদ্ধতি ঘ. এক তরফা দাখিলা পদ্ধতি

১৪। আর্থিক বছরের শেষে ব্যবসায়ের সম্পত্তির পরিমাণ ছিল ১,০০০ টাকা এবং স্বত্বাধিকার ৫০০ টাকা।

উক্ত বছরে সম্পত্তি বেড়েছে ১০০ টাকা এবং দায় কমেছে ২০০ টাকা। বছরের শুরুতে স্বত্বাধিকারীর

পরিমাণ্ত

ক. ২০০ টাকা 

খ. ৪০০ টাকা 

গ. ৬০০ টাকা 

ঘ. ৮০০ টাকা

১৫। একটি প্রতিষ্ঠানের মোট দায় ৫০,০০০ টাকা। দায়-মূলধন অনুপাত ৩: ২। কারবারের

স্বত্বাধিকারীর পরিমাণ কত? 

ক. ২০,০০০ টাকা

খ. ৩০,০০০ টাকা

গ. ৪০,০০০ টাকা 

ঘ. ৪৫,০০০ টাকা

১৬। নিচের কোন হিসাবগুলো কমলে ক্রেডিট হয়?

ক. ভাড়া, ঋণের সুদ ও বিক্রয় 

খ. অনাদায়ী সুদ, ভাড়া ও প্রাপ্য হিসাব

গ. ঋণ, প্রদেয় বেতন ও প্রদেয় হিসাব 

ঘ. প্রাপ্ত কমিশন, প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব

১৭। নিচের কোন হিসাবগুলো বাড়লে ক্রেডিট হয়?

ক. মেশিন, ঋণ ও প্রাপ্ত কমিশন খ. প্রদেয় হিসাব, প্রাপ্ত কমিশন ও প্রাপ্য সুদ

গ. বিক্রয়, প্রাপ্ত কমিশন ও সুনাম ঘ. প্রদেয় হিসাব, বিক্রয় ও প্রাপ্ত কমিশন

১৮। আর্থিক বছরের শেষে ব্যবসায়ের সম্পত্তির পরিমাণ ছিল ১,০০০ টাকা এবং স্বত্বাধিকার ৫০০ টাকা।

উক্ত বছরে সম্পত্তি বেড়েছে ১০০ টাকা এবং দায় কমেছে ২০০ টাকা। বছরের শেষে দায়ের পরিমাণ্ত

ক. ২০০ টাকা 

খ. ৩০০ টাকা 

গ. ৫০০ টাকা 

ঘ. ৭০০ টাকা

১৯। আয় হিসাবের ডেবিট ব্যালেন্স মান্তে

ক. চলতি সম্পত্তি 

খ. চলতি দায় 

গ. দীর্ঘ মেয়াদি দায় ঘ. ভুয়া সম্পত্তি

২০। প্রতিটি লেনদেন হিসাব ব্যবস্থায় একই সঙ্গে দুটি পরিবর্তন ঘটায়। কারণ্ত

র. একদিকে সম্পত্তি হ্রাস পেতে পারে ও অন্যদিকে বৃদ্ধি পেতে পারে;

রর. একদিকে দায় হ্রাস পেতে পারে ও অন্যদিকে বৃদ্ধি পেতে পারে;

ররর. স্বত্বাধিকার হ্রাস পেতে পারে ও অন্যদিকে বৃদ্ধি পেতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. র 

খ. র ও রর 

গ. রর ও ররর 

ঘ. র, রর ও ররর

২১। নগদপ্রাপ্তি সর্বদা প্রদানের চেয়ে বেশি হয়্ত

ক. ব্যাংক হিসাবে

খ. নগদান হিসাবে

গ. ক + খ 

ঘ. বাট্টা হিসাবে

২২। নগদ ব্যালেন্স বেড়ে যায় কখন?

ক. পণ্য ক্রয় করে খ. বাকিতে পণ্য বিক্রয় করে

গ. বকেয়া অর্থ আদায় করে ঘ. প্রাপ্য বিল পাওয়া গেলে

২৩। ঘঝঋ চেকের অর্থ হলো্ত

ক. ঘড়হ ঝবপঃড়ৎ ঋঁহফ খ. ঘড়হ ঝঁভভরপরবহঃ ঋঁহফ

গ. ঘড় ঝঁৎঢ়ষঁং ঋঁহফ ঘ. ক+খ

২৪। নগদ ব্যালেন্স কমে যায় কখন?

ক. পণ্য বিক্রয় করে খ. বাকিতে পণ্য ক্রয় করে

গ. বকেয়া অর্থ পরিশোধ করে 

ঘ. প্রদেয় বিল দেওয়া হলে

২৫। ২/১০, হ-২০ শর্তে নগদ বাট্টা পাওয়া যাবে যদি্ত

ক. ১০ দিন সময়ের মধ্যে অর্থ প্রদান করা হয় 

খ. ২০ দিন সময়ের মধ্যে অর্থ প্রদান করা হয়

গ. ১২ দিন সময়ের মধ্যে অর্থ প্রদান করা হয় 

ঘ. ২২ দিন সময়ের মধ্যে অর্থ প্রদান করা হয়

২৬। তহবিলে এক বৎসরের চলার মতো যথেষ্ট টাকা থাকতে পারে উক্তিটি সত্যি নয় কোন ক্ষেত্র্তে

ক. ব্যাংক তহবিল

খ. নগদান তহবিল

গ. খুচরা নগদান তহবিল

ঘ. সঞ্চিতি তহবিল

২৭। স্বাভাবিকের চেয়ে কম দাখিলা দিতে হয়্ত

ক. এক ঘরা নগদান বইয়ে

খ. খুচরা নগদান বইয়ে

গ. দুই ঘরা নগদান বইয়ে

ঘ. তিন ঘরা নগদান বইয়ে

২৮। নগদান বই হিসাব চক্রের্ত

ক. ৩য় ধাপ

খ. ৪র্থ ধাপ

গ. ৫ম ধাপ

ঘ. কোনোটিই নয়

২৯। হিসাব সমীকরণে কোনো পরিবর্তন হয় না যে বাট্টা দ্বারা্ত

র. নগদ বাট্টা

রর. কারবারি বাট্টা

ররর. পরিমাণ বাট্টা

নিচের কোনটি সঠিক?

ক. র 

খ. রর 

গ. র ও রর 

ঘ. রর ও ররর

৩০। নগদান বইয়ের বিকল্প নাম্ত

র. হিসাবের প্রাথমিক বহি

রর. হিসাবের পাকা বহি

ররর. বিশেষ জাবেদা বহি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর 

খ. রর ও ররর 

গ. র ও ররর

ঘ. র, রর ও ররর

উত্তরগুলো মিলিয়ে নাও

১. গ ২. খ ৩. ক ৪. খ ৫. ঘ ৬. গ

৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. খ. ১৭. ঘ ১৮. গ ১৯. ঘ ২০. ঘ ২১. খ. ২২. গ

২৩. খ ২৪. গ ২৫. ক ২৬. গ ২৭. খ

২৮. ঘ ২৯. ঘ ৩০. ঘ হ









এইচএসসি মডেল টেস্ট : হিসাববিজ্ঞান প্রথম পত্র
বহু নির্বাচনী প্রশ্ন

মো. হানিফ চৌধুরী, প্রভাষক ন্যাশনাল আইডিয়াল কলেজ খিলগাঁও, ঢাকা 

২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০
২৬
শেয?ার
মন্তব্য()
প্রিন্ট


এইচএসসি মডেল টেস্ট : হিসাববিজ্ঞান প্রথম পত্র

অ- অ অ+

১। আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ প্রক্রিয়াকে কী বলে?

ক. হিসাববিজ্ঞান 

খ. হিসাবরক্ষণ

গ. লেনদেন লিপিবদ্ধকরণ

ঘ. লেনদেন বিশ্লেষণ

২। হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?

ক. ব্যবসায়ের শক্তি

খ. ব্যবসায়ের পরিভাষা

গ. ব্যবসায়ের প্রাণ

ঘ. ব্যবসায়ের ভাষা

৩। কী নিয়ন্ত্রণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জন সম্ভব?

ক. মূলধন খ. সঞ্চয় গ. ব্যয় ঘ. আয়

৪। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?

ক. পাওনাদার খ. কর কর্তৃপক্ষ গ. ব্যবস্থাপক ঘ. শ্রমিক সংঘ

৫। আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়াকে কী বলে?

ক. হিসাববিজ্ঞান 

খ. হিসাবরক্ষণ

গ. লেনদেন লিপিবদ্ধকরণ

ঘ. লেনদেন বিশ্লেষণ

৬। আধুনিক হিসাববিজ্ঞানের প্রবর্তক্ত

ক. এল সি ক্রপার 

খ. এ ডাবি্লউ জনসন 

গ. লুকা প্যাসিওলি

ঘ. আর এন কার্টার

৭। লুকা প্যাসিওলি ছিলেন ইতালির একজন্ত

ক. ধর্মযাজক 

খ. গণিতশাস্ত্রবিদ

গ. হিসাববিজ্ঞানী 

ঘ. গণিতশাস্ত্রবিদ ও ধর্মযাজক

৮। আধুনিক হিসাববিজ্ঞানের উত্পত্তি কোথায়?

ক. ইংল্যান্ডে খ. ভারতবর্ষে গ. ইতালিতে ঘ. আমেরিকায়

৯। দু'তরফা দাখিলার উত্পত্তিকাল কোনটি?

ক. ১৪৪১ খ্রিস্টাব্দ খ. ১৩৯৪ খ্রিস্টাব্দ গ. ১৪৯৪ খ্রিস্টাব্দ ঘ. ১৪৪৯ খ্রিস্টাব্দ

১০। লুকা প্যাসিওলি তাঁর 'সুম্মা এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা' গ্রন্থে কী ব্যাখ্যা করেন?

ক. একতরফা দাখিলা পদ্ধতি

খ. একতরফা দাখিলা পদ্ধতির সুবিধা

গ. দু'তরফা দাখিলা পদ্ধতির সুবিধা ঘ. দু'তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি

১১। হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?

ক. হিসাব ব্যবস্থা 

খ. তথ্য ব্যবস্থা 

গ. নিরীক্ষা ব্যবস্থা 

ঘ. বিবরণী ব্যবস্থা

১২। হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কী?

ক. লেনদেন লিপিবদ্ধকরণ খ. মুনাফা নির্ণয়

গ. মালিকের স্বত্বাধিকার নিরূপণ ঘ. আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ

১৩। মৌলিক হিসাব সমীকরণ কোনটি?

ক. সম্পদ = দায় + মালিকানাস্বত্ব খ. মালিকানাস্বত্ব = সম্পদ + দায়

গ. সম্পদ = দায় - মালিকানাস্বত্ব ঘ. দায় = সম্পদ + মালিকানাস্বত্ব

১৪। জনাব আহমেদ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসায় সমপ্রসারণ করার জন্য ব্যাংক ঋণ পেতে কী করা প্রয়োজন?

ক. ব্যাংক ম্যানেজারের সঙ্গে সখ্য গড়ে তোলা খ. সঠিক হিসাব রাখা ও আর্থিক অবস্থা নিরূপণ

গ. দোকান সজ্জিতকরণ ও বিজ্ঞাপন দেওয়া ঘ. হিসাবরক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া

১৫। আয়কর, মূল্য সংযোজন কর ও ব্যক্তিগত আয়কর প্রদানের জন্য ব্যবহার করা হয় কোনটি?

ক. হিসাববিজ্ঞানের জ্ঞান

খ. আমদানি-রপ্তানির নীতি

গ. ব্যবসায়-বাণিজ্য নীতিমালা ঘ. সাধারণ শিক্ষার জ্ঞান

১৬। মূল্যবোধ বলতে কী বোঝায়?

ক. জবাবদিহিতা খ. মানদ 

গ. নৈতিকতা ঘ. বৈশিষ্ট্য

১৭। লেনদেন শব্দটির আভিধানিক অর্থ কী?

ক. দেনা-পাওনা খ. চাওয়া-পাওয়া গ. গ্রহণ-বর্জন ঘ. গ্রহণ-প্রদান

১৮। কোনটি অদৃশ্যমান লেনদেন?

ক. নগদে বিক্রয় খ. ধারে বিক্রয় গ. অবচয় ঘ. সুদ প্রদান

১৯। কোন লেনদেনের ফলে মালিকানাস্বত্বের পরিবর্তন ঘটবে না?

ক. বাকিতে যন্ত্রপাতি ক্রয় খ. বেতন প্রদান

গ. ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ঘ. অবচয় ধার্য

২০। 'হিসাব' বলতে বোঝায়্ত

ক. ব্যবসায়ের মোট আয়-ব্যয়সমূহ খ. ব্যবসায়ের মোট সম্পদসমূহ

গ. ব্যবসায়ের সকল লেনদেনসমূহ ঘ. লেনদেনের শ্রেণিবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণী

২১। কোনটি লেনদেন নয়?

ক. মেশিনের অবচয় খ. অগ্রিম বেতন প্রদান

গ. পণ্য উত্তোলন ঘ. পণ্য সরবরাহের অর্ডারপ্রাপ্তি

২২। বর্ধিত হিসাব সমীকরণ হলো্ত

ক. সম্পত্তি + দায় = মালিকের মূলধন + মালিকের উত্তোলন + আয়-ব্যয়

খ. সম্পত্তি = দায় + মালিকের মূলধন + মালিকের উত্তোলন + আয়-ব্যয়

গ. সম্পত্তি = দায় - মালিকের মূলধন - মালিকের উত্তোলন - আয়-ব্যয়

ঘ. সম্পত্তি = দায় + মালিকের মূলধন - মালিকের উত্তোলন + আয়-ব্যয়

২৩। সব ধরনের ঘটনা্ত

ক. জাবেদা খ. ঘটনা 

গ. লেনদেন ঘ. লেনদেন নয়

২৪। আর্থিক অবস্থার পরিবর্তন কয়ভাবে হতে পারে?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

২৫। লেনদেনের দ্বৈত সত্তা বলতে কী বোঝায়?

ক. একটি পক্ষ বা হিসাব

খ. দু'বার হিসাব লিখন

গ. দুটি পক্ষ বা হিসাব ঘ. একতরফা দাখিলা পদ্ধতি

২৬। কোনটি লেনদেন নয়?

ক. মায়ের সেবা খ. বেতন প্রদান গ. আসবাবপত্র ক্রয়

ঘ. আসবাবপত্রের অবচয়

২৭। কোনটি লেনদেন নয়?

ক. মেশিনের অবচয় খ. অগ্রিম বেতন প্রদান

গ. পণ্য উত্তোলন ঘ. পণ্য সরবরাহের অর্ডারপ্রাপ্তি

২৮। স্বত্বাধিকার বলতে কী বোঝায়?

ক. ব্যবসায়ের ওপর মালিকের অধিকার 

খ. মালিকের ওপর ব্যবসায়ের অধিকার

গ. সম্পত্তির ওপর মালিকের দাবি বা অধিকার 

ঘ. দায় পরিশোধ করার অধিকার

২৯। অবচয় ধার্য করা হলে হিসাব সমীকরণের কোন উপাদানের পরিবর্তন ঘটে?

ক. খ উপাদানের খ. ঙঊ উপাদানের গ. অ উপাদানের ঘ. অ ও ঙঊ উপাদানের

৩০। ডেবিট নোট বা দেনা চিঠি তৈরি করেন কে?

ক. বিক্রেতা খ. ক্রেতা

গ. পরিবেশক ঘ. এজেন্ট

৩১। ডেবিট নোট ব্যবহৃত হয়্ত

ক. ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে

খ. ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য

গ. নগদে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে 

ঘ. নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য

৩২। ডেবিট নোটে কী লেখা হয়?

ক. ক্রয় ফেরতের বিবরণ 

খ. বিক্রয় ফেরতের বিবরণ

গ. বিক্রয়ের বিবরণ

ঘ. ক্রয়ের বিবরণ

৩৩। ক্রেডিট নোট বা পাওনা চিঠি তৈরি করেন কে?

ক. বিক্রেতা খ. ক্রেতা 

গ. পরিবেশক ঘ. এজেন্ট

৩৪। ক্রেডিট নোটে কী লেখা হয়?

ক. ক্রয় ফেরতের বিবরণ 

খ. বিক্রয় ফেরতের বিবরণ

গ. বিক্রয়ের বিবরণ

ঘ. ক্রয়ের বিবরণ

৩৫। কে চালান প্রস্তুত করেন?

ক. বিক্রেতা খ. মালিক 

গ. পাওনাদার ঘ. ক্রেতা

৩৬। ডেবিট ভাউচার কিসের জন্য প্রস্তুত করা হয়?

ক. ক্রয় ও ব্যয়ের জন্য খ. বিক্রয় ও আয়ের জন্য 

গ. উত্তোলনের জন্য ঘ. দায়ের জন্য

৩৭। ক্রেডিট ভাউচার কিসের জন্য প্রস্তুত করা হয়?

ক. ক্রয় ও ব্যয়ের জন্য খ. বিক্রয় ও আয়ের জন্য 

গ. উত্তোলনের জন্য ঘ. দায়ের জন্য

৩৮। লেনদেনের পক্ষ দুটি কারা?

ক. পাওনাদার ও দেনাদার খ. দাতা ও গ্রহীতা

গ. ক্রেতা ও বিক্রেতা 

ঘ. মূল্য গ্রহণকারী ও প্রদানকারী

৩৯। হিসাব সমীকরণের ঙঊ উপাদানটি কখন হ্রাস পায়?

ক. সম্পত্তি বৃদ্ধি পেলে

খ. ব্যয় বা ক্ষতি হলে

গ. দায় হ্রাস পেলে

ঘ. আয় বৃদ্ধি পেলে

৪০। সম্পত্তির ওপর মালিকের দাবিকে কী বলে?

ক. মূলধন খ. মালিকানাস্বত্ব

গ. পাওনাদার ঘ. মুনাফা

৪১। কখন মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়?

ক. ব্যয় বৃদ্ধি পেলে

খ. ক্ষতি হলে

গ. আয় বৃদ্ধি পেলে

ঘ. দায় বৃদ্ধি পেলে

৪২। পাওনাদারকে পরিশোধ করা হলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে?

ক. সম্পদ হ্রাস, স্বত্বাধিকার হ্রাস খ. সম্পদ বৃদ্ধি, স্বত্বাধিকার বৃদ্ধি

গ. সম্পদ হ্রাস, দায় হ্রাস

ঘ. সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি

৪৩। সম্পত্তিবাচক হিসাবের উদাহরণ কোনটি?

ক. ভাড়া খ. কমিশন

গ. যন্ত্রপাতি ঘ. পাওনাদার

৪৪। হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাব খাতকে সাধারণত ভাগ করা হয়্ত

ক. ২ শ্রেণিতে খ. ৩ শ্রেণিতে

গ. ৪ শ্রেণিতে ঘ. ৫ শ্রেণিতে

৪৫। আধুনিক পদ্ধতিতে ঋণ কোন হিসাব?

ক. সম্পদ খ. দায় 

গ. ব্যয় ঘ. আয়

৪৬। প্রচলিত পদ্ধতিতে কৃষি ব্যাংক কোন জাতীয় হিসাব?

ক. দায় খ. আয়

গ. নামিক ঘ. ব্যক্তিবাচক

৪৭। প্রচলিত পদ্ধতিতে অবচয় কোন জাতীয় হিসাব?

ক. নামিক খ. সম্পত্তিবাচক

গ. ব্যক্তিবাচক ঘ. মূলধন

৪৮। আধুনিক পদ্ধতিতে 'মূলধন' কোন জাতীয় হিসাব?

ক. সম্পদ খ. দায় 

গ. মালিকানাস্বত্ব ঘ. আয়

৪৯। প্রচলিত পদ্ধতিতে প্রাপ্য কমিশন কোন জাতীয় হিসাব?

ক. নামিক খ. সম্পত্তিবাচক গ. ব্যক্তিবাচক ঘ. মূলধন

৫০। প্রচলিত পদ্ধতিতে বকেয়া বেতন কোন জাতীয় হিসাব?

ক. নামিক খ. সম্পত্তিবাচক গ. ব্যক্তিবাচক ঘ. মূলধন

উত্তরগুলো মিলিয়ে নাও

১. ক ২. ঘ ৩. গ ৪. গ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. গ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. ঘ ২১. ঘ ২২. ঘ ২৩. ঘ ২৪. ক ২৫. গ ২৬. ক ২৭. ঘ ২৮. গ ২৯. ঘ ৩০. খ ৩১. ক ৩২. ক ৩৩. ক ৩৪. খ ৩৫. ক ৩৬. ক ৩৭. খ ৩৮. ঘ ৩৯. খ ৪০. খ ৪১. গ ৪২. গ ৪৩. গ ৪৪. ঘ ৪৫. খ ৪৬. ঘ ৪৭. ক ৪৮. গ ৪৯. গ ৫০. গ





এইচএসসি প্রস্তুতি : উত্পাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র
বহু নির্বাচনী প্রশ্ন

মো. মাজেদুল হক খান, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা 

২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০

শেয?ার
মন্তব্য()
প্রিন্ট


অ- অ অ+

১। উত্পাদনের মাধ্যমে কী সৃষ্টি হয়?

ক. উপযোগ খ. ঝুঁকি 

গ. মালিকানা ঘ. স্বত্ব

২। উত্পাদনশীলতা কিসের ওপর নিভর্র করে?

ক. যন্ত্রের ওপর

খ. সরকারি নীতির ওপর

গ. উত্পাদন দক্ষতার ওপর

ঘ. মজুদ পণ্যের ওপর

৩। পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

ক. কালগত খ. স্থানগত

গ. জ্ঞানগত ঘ. স্বত্বগত

৪। উপযোগ অর্থ কী?

ক. উত্পাদন করার ক্ষমতা

খ. অভাব মেটানোর ক্ষমতা

গ. ঝুঁকি গ্রহণের ক্ষমতা

ঘ. মজুদ নিয়ন্ত্রণ ক্ষমতা

৫। উত্পাদন অর্থ কী?

ক. চালান করা খ. তৈরি করা

গ. প্রয়োগ করা ঘ. কাজ করা

৬। উত্পাদন বৃদ্ধি পেলে কী বৃদ্ধি পাবে?

ক. কর্মসংস্থান খ. ভোগ ব্যয়

গ. বাজারমূল্য ঘ. চাহিদা

৭। উত্পাদনশীলতা কোন বিষয়ের ওপর নিভর্র করে?

ক. মূলধনের 

খ. উত্পাদন দক্ষতার

গ. মান নিয়ন্ত্রণের 

ঘ. উত্পাদন নিয়ন্ত্রণের

৮। দুর্জয় একজন আলু ব্যবসায়ী। তিনি আলু সংগ্রহ করে গুদামজাত করেন। এতে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?

ক.স্থানগত খ. স্বত্বগত

গ. সময়গত ঘ. ঝুঁকিগত

৯। রুবেল দুই লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তিনি শ্রমেরও ব্যবস্থা করেন। রুবেলের ব্যবসায়ে কোন উপকরণের অভাব রয়েছে?

ক. সংগঠন খ. মানবসম্পদ

গ. কাঁচামাল ঘ. যন্ত্রপাতি

১০। শিপু রাঙামাটি থেকে কমলা সংগ্রহ করে ঢাকার বাজারে বিক্রি করেন। তাঁর কাজের মাধ্যমে কী সৃষ্টি হয়?

ক. উপযোগ খ. ঝুঁকি 

গ. দায় ঘ. সম্পদ

১১। উত্পাদনের আওতা হলো্ত

ক. উপযোগ সৃষ্টি 

খ. মান নিয়ন্ত্রণ

গ. গবেষণা ও উন্নয়ন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর 

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর 

১২। রিতা মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটি কারখানা স্থাপন করেন। মুনাফা অর্জনের জন্য তাঁকে বৃদ্ধি করতে হব্তে

র. উত্পাদন 

রর. বিক্রয় 

ররর. শ্রমিক সংখ্যা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর 

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর 

১৩। উত্পাদনের উপকরণ হলো্ত

র. ভূমি

রর. শ্রম

ররর. মূলধন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর 

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর 

১৪। রিপা একজন বিজ্ঞাপন কর্মকর্তা। তিনি ব্যবসায়কে সহায়তা করেন্ত

র. পণ্য সম্পর্কে অবগত করে

রর. অর্থ সরবরাহ করে

ররর. জ্ঞান সংক্রান্ত বাধা দূর করে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর 

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর 

১৫। বাংলাদেশের উত্পাদন ব্যবস্থা দক্ষ না হওয়ার কারণ হলো্ত

র. সরকারি নীতির অভাব

রর. মূলধনের অভাব 

ররর. দক্ষতার অভাব

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর 

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর 

১৬। বাংলাদেশ সরকার উত্পাদনশীলতা বৃদ্ধির জন্য পদক্ষেপ নিতে চায়। এ ক্ষেত্রে উত্পাদনের আওতা হলো্ত

র. কৃষি 

রর. শিল্প

ররর. গবেষণা ও উন্নয়ন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর 

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তরগুলো মিলিয়ে নাও

১. ক ২. গ ৩. খ ৪. খ ৫. খ ৬. ক ৭. খ ৮. গ ৯. ক ১০. ক ১১. ঘ ১২. ক

১৩. ঘ ১৪. খ ১৫. ঘ ১৬. ক

No comments: