পদার্থ বিজ্ঞান MCQ 2018 - Bestearnidea.com

Saturday, May 5, 2018

পদার্থ বিজ্ঞান MCQ 2018



১. কোনটির দিক ব্যাখ্যার জন্য তড়িৎ বলরেখা ব্যবহৃত হয়?  
উত্তর: (ক) তড়িৎক্ষেত্র  
২. কোনটি অসংরক্ষণশীল বল?  
উত্তর: (ক) ঘর্ষণ বল 
৩. ট্রান্সফর্মারটির লোড (R) এর মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে?  
উত্তর: (ক) 12
৪. সমদৃশ সম্পন্ন বিন্দুগুলো হচ্ছে- 
উত্তর: (ঘ)   A, E, I
৫. সঠিক সম্পর্ক হলো-  
উত্তর: (গ) ii, iii  
৬. লেন্সের সকল দূরত্ব -- থেকে পরিমাপ করা হয়।   
উত্তর: (ক) আলোক কেন্দ্র 
৭. মূল স্কেল ও ভার্নিয়ার স্কেল এর সমন্বিত ব্যবহারে নিট পাঠ পাওয়া গেল 12.66 cm. ভার্নিয়ার সমপাতন 6 হলে ভার্নিয়ার ধ্রুবক কত?   
উত্তর: (ক) 0.1 mm
৮. কোনটি পারদ থার্মোমিটারের তাপমাত্রিক ধর্ম?  
উত্তর: (খ) দৈর্ঘ্য  
৯. ভর পরিমাপের আদর্শ কিলোগ্রাম নির্ধারণে যে সিলিন্ডার ব্যবহৃত হয়েছে উহার ব্যাসার্ধ কত সে.মি.?  
উত্তর: (খ) 1.95
১০. ডুবোজাহাজে কী ব্যবহার করে আরো উন্নত ধরনের পেরিস্কো ব্যবহার করা হয়?  
উত্তর: (ঘ) প্রিজম
১১. ML2T-3  মাত্রাটি হলো-  
উত্তর: (ঘ) একক সময়ে কৃত কাজের, ক্ষমতার, একক সময়ে ব্যয়িত শক্তির  
১২. কোনো মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক Root 2 হলে বায়ু সাপেক্ষে ঐ মাধ্যমের ক্রান্তিকোণ কত ডিগ্রি?  
উত্তর: (খ) 45 
১৩. থ্রি-পিন প্লাগে কোনটি ব্যবহৃত হয়?  
উত্তর: (গ) ফিউজ  অথবা (ঘ) আর্থ তার  (বর্তমানে দুটিই ব্যবহার করা হয়)
১৪. সঠিক সম্পর্ক হলো-  
উত্তর: (ঘ) i, ii ও iii
১৫. n-p-n  ট্রানজিস্টরে p অংশটি কী?
উত্তর: (গ) পীঠ
১৬. আলফা রশ্মির বেগ কত ms-1? 
উত্তর: (গ) 3*107



১৭. ই বিন্দুতে বস্তুটির বিভবশক্তি কত?  
উত্তর: (ক) mgh1
১৮. পড়ন্ত অবস্থায় ভূ-পৃষ্ঠ হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভবশক্তির তিনগুণ হবে?
উত্তর: (ঘ) h1 + h2/4
১৯. উইন্ডমিল এর উল্লেখ পাওয়া যায় কোন মুসলিম বিজ্ঞানীর গ্রন্থে? 
উত্তর: (ক) আল মাসুদী 
২০.  একটি 1mm ব্যাসের তারে 98N ওজন ঝুলিয়ে দেওয়া হলে পীড়ন কত হবে?  
উত্তর: (খ) 1.25*108Nm-2
২১. চিত্রটিতে প্রতিফলন কোণের মান কত?
উত্তর: (গ) 60 ডিগ্রি 
২২. একটি তলে রাখা 8kg ভরের কোনো বস্তুর উপর 30 N বল প্রয়োগ করায় বস্তুটি 3ms-2 ত্বরণ লাভ করে। বস্তু ও তলের মধ্যকার ঘর্ষণবল কত নিউটন? 
উত্তর:  (খ) 6  
২৩. সম্প্রতি বা কিছুদিন পূর্বে সংগঠিত হার্ট অ্যাটাক শনাক্তকরণের জন্য কোনটি প্রয়োজন?  
উত্তর: (ক) ইসিজি 
২৪. S = ut + 1/2  at2 সমীকরণে ut  এর মাত্রা কোনটি?
উত্তর: (গ)  L  
২৫. ঝড়বৃষ্টির সময় কোনটি অপেক্ষাকৃত ভালো? 
উত্তর: (ঘ) বৃষ্টিতে ভেজা

No comments: