শীতে ত্বকের যত্নে ভ্যাসলিনের ব্যবহার - Bestearnidea.com

Friday, November 24, 2017

শীতে ত্বকের যত্নে ভ্যাসলিনের ব্যবহার

শীতে বাতাসের আর্দ্রতা কমতে শুরু করার সাথে সাথেই শুষ্ক ত্বক আরও শুষ্ক হতে শুরু করে। আবহাওয়াতে যেহেতু স্বাভাবিক আর্দ্রতার পরিমাণ কম থাকে সেহেতু ত্বকের ময়েশ্চার ক্রমাগত কমতে থাকে, দিনে দিনে ত্বক রুক্ষ ও মলিন বয়ে পড়ে।
শীতকালে ত্বকের রুক্ষতা দূর করতে ভ্যাসলিনের জুড়ি মেলা ভার! তবে শুধু ত্বকের রুক্ষতা না, আরও অনেক কাজে এর চমৎকার ব্যবহার আছে।

আসুন আজকে জেনে নিই শীতে ত্বকের যত্নে ভ্যাসলিনের ব্যবহার




মহিলাদের স্তন ক্যান্সারের প্রতিরোধ





Uses of Vaseline

No comments: