আফগানিস্তানে মাদ্রাসায় মার্কিন বিমান হামলায় ১৫০ জন শহীদ অধিকাংশ বাচ্চা যাহারা কোরআনে হাফেজ ছিলো ।মুসলিম শিশু তাই পৃথিবীর সবাই নিরব ইনশাআল্লাহ অচিরেই জবাব তারা পাবে আল্লাহর তরফ থেকে।
হাতে গলার " মালা " নিয়ে মা’ হাফেজ বেলাল এবং হাফেজ বশীরের অপেক্ষায় ছিলেন।
উভয় সন্তান বাজার থেকে নিজেদের জন্য সম্মানী ”মালা “ কিনে মা’য়ের হাতে তুলে দিয়ে বলল , আম্মু আগামিকাল মাদরাসায় দস্তারবন্দি মাহফিল হবে , আমরা দস্তার নিয়ে ঘরে আসলে আমাদেরকে নিজ হাতে মালাগুলো পরিয়ে
দিবেন।আমাদের বন্ধুরাও ” মালা “ কিনে তাদের মা’কে এভাবে দিয়েছেন ।
মা’য়ের বর্নণা, পরের দিন সকালে কলিজার টুকরাদ্বয়’কে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে দিলাম । চোখে সুরমা লাগিয়ে বললাম বাবা পাগড়িটি তো পরিধান করে নাও । কলিজার টুকরোদ্বয় উত্তরে বলল , পাগড়ি তো আমার উস্তাদ পরাবেন।
উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা মাদরাসায় চলে গেল, এদিকে আমি তাদের জন্য হাতে গলায় পরিধান করিয়ে দেয়ার জন্য " মালা " নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম।
ইতিমধ্যে বিশাল বোমের শব্দ শুনতে পেলাম , মনে মনে আতঙ্কিত হলাম, ভাবলাম, জানিনা কত মায়ের বুক খালি করে নিয়েছে খুনি মার্কিন বাহিনী।
একটু পরেই আমার বাসার দিকে লোকজন আসতে দেখলাম , ভাবলাম , হয়ত আমার কলিজার টুকরাদ্বয়’কে নিয়ে আসছে। আমি বাচ্চাদেরকে আনন্দে-খুশিতে তাদের গলায় ” মালা ” পরিধান করিয়ে দেয়ার জন্য প্রস্তুতি নিলাম । ঘরের দরজা খুলতেই দেখি ,কলিজার টুকরাদ্বয়ে’র কাপড় রক্তে রঞ্জিত। মানুষজন কলমায়ে তয়্যিবা পাঠ করতে করতে উচ্চ স্বরে বলছিল , হে মা ........
এদের শাহাদাতের উপর কান্না করিয়েন না।
ঐ মুহুর্তে আমার উপর যেন গোটা আকাশ ভেঙ্গে পড়েল। আমার মুখ দিয়ে শুধু একটি বাক্য বের হল, হে আল্লাহ , ইসলামেরে চির শত্রু এমেরিকা এবং তার দোসর’কে ধংস কর।
#কুন্দুজ #আফগানিস্তান !
#ঝড়ের_গতিতে_শেয়ার_করুন।
#ইন্নালিল্লাহি
উভয় সন্তান বাজার থেকে নিজেদের জন্য সম্মানী ”মালা “ কিনে মা’য়ের হাতে তুলে দিয়ে বলল , আম্মু আগামিকাল মাদরাসায় দস্তারবন্দি মাহফিল হবে , আমরা দস্তার নিয়ে ঘরে আসলে আমাদেরকে নিজ হাতে মালাগুলো পরিয়ে
দিবেন।আমাদের বন্ধুরাও ” মালা “ কিনে তাদের মা’কে এভাবে দিয়েছেন ।
মা’য়ের বর্নণা, পরের দিন সকালে কলিজার টুকরাদ্বয়’কে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে দিলাম । চোখে সুরমা লাগিয়ে বললাম বাবা পাগড়িটি তো পরিধান করে নাও । কলিজার টুকরোদ্বয় উত্তরে বলল , পাগড়ি তো আমার উস্তাদ পরাবেন।
উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা মাদরাসায় চলে গেল, এদিকে আমি তাদের জন্য হাতে গলায় পরিধান করিয়ে দেয়ার জন্য " মালা " নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম।
ইতিমধ্যে বিশাল বোমের শব্দ শুনতে পেলাম , মনে মনে আতঙ্কিত হলাম, ভাবলাম, জানিনা কত মায়ের বুক খালি করে নিয়েছে খুনি মার্কিন বাহিনী।
একটু পরেই আমার বাসার দিকে লোকজন আসতে দেখলাম , ভাবলাম , হয়ত আমার কলিজার টুকরাদ্বয়’কে নিয়ে আসছে। আমি বাচ্চাদেরকে আনন্দে-খুশিতে তাদের গলায় ” মালা ” পরিধান করিয়ে দেয়ার জন্য প্রস্তুতি নিলাম । ঘরের দরজা খুলতেই দেখি ,কলিজার টুকরাদ্বয়ে’র কাপড় রক্তে রঞ্জিত। মানুষজন কলমায়ে তয়্যিবা পাঠ করতে করতে উচ্চ স্বরে বলছিল , হে মা ........
এদের শাহাদাতের উপর কান্না করিয়েন না।
ঐ মুহুর্তে আমার উপর যেন গোটা আকাশ ভেঙ্গে পড়েল। আমার মুখ দিয়ে শুধু একটি বাক্য বের হল, হে আল্লাহ , ইসলামেরে চির শত্রু এমেরিকা এবং তার দোসর’কে ধংস কর।
#কুন্দুজ #আফগানিস্তান !
#ঝড়ের_গতিতে_শেয়ার_করুন।
#ইন্নালিল্লাহি
No comments:
Post a Comment